রামকৃষ্ণনগরে পাঁচ কোটি টাকার হেরোইন সমেত ধৃত তিন

রামকৃষ্ণনগর (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর পুলিশ। আজ সোমবার এএস ১০ এসি ৬৩৭৪ নম্বরের একটি বলেরো পিকআপ গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫৫টি সাবানের বাক্সে ৭৩৯ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য কমপক্ষে ৫ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে আজ রামকৃষ্ণনগরের কদমতলা এলাকায় দলবল নিয়ে অভিযান চালান করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম ও রামকৃষ্ণনগর থানার ওসি নিলোভজ্যোতি নাথ। মাদক পাচারের অভিযোগে আটক করা হয় করিমগঞ্জের খাগাইল গ্রামের জনৈক আব্দুল হাসিদ (৩৫), জুবের আহমেদ (৩৮) এবং জামির উদ্দিন (৪৫)–কে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত বলেরো পিকআপ। এছাড়া তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িতে তালাশি চালিয়ে মাদক দ্রব্যের পাশাপাশি উদ্ধার করা হয়েছে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা।

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাথ। তিনজনের বিরুদ্ধে এনডিপিএস–এর নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *