নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের প্রাক্কালে রাজ্যের সর্বত্র স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে রাজ্যকে স্বচ্ছ সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে শাসকদল বিজেপি৷ এর অঙ্গ হিসেবে আগরতলা মন্ডলের উদ্যোগে ইন্দ্রনগর এলাকায় শুক্রবার সাফাই অভিযান সংঘটিত করা হয়৷
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযানে নামল ৬ আগরতলা মন্ডল৷ শুক্রবার সকালে আগরতলা ইন্দ্রনগর এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং ,বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৬ আগরতলা বিজেপি প্রভারী সুখময় সাহা এবং ৬ আগরতলা মন্ডলের একনিষ্ঠ কর্মীরা৷ সাফাই অভিযানে অংশ নিয়ে নির্বাচনী প্রভারি মহেন্দ্র সিং বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছিলেন৷ স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সারা দেশ স্বচ্ছ করে তোলা৷ স্বচ্ছতা বজায় থাকলে নানা রোগ ব্যাধির হাত থেকে মানুষ রক্ষা পান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই স্বচ্ছ ভারত অভিযান গোটা দেশ জুরে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে৷ আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগেই সারা রাজ্য সাফাই অভিযানের মাধ্যমে স্বচ্ছ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির নির্বাচনী প্রভারই মহেন্দ্র সিং৷
এদিন স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে প্রভারী মহেন্দ্র সিং বলেন রাজ্যে আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেন্টাল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন৷ এটি রাজ্যবাসীর জন্য এক বড় পাওনা বলে তিনি উল্লেখ করেন৷ এজন্য রাজ্যবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে দেশের অন্যতম প্রথম প্রধান রাজ্যে পরিণত করার লক্ষ্যেই এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে অতি নিয়ে দাবি করেন৷
2022-12-16