উত্তর পূর্বাঞ্চলের যুব সংহতি শিবির অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের যুব সংহতি শিবির অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে৷ উপস্থিত ছিলেন সভাপতিঃ ড় মার্কন্ডেয় প্রাক্তন উপদেষ্টা, জাতিসংঘ সহ-সভাপতি: জনাব রমেশ নেগি, আইএএস অবসরপ্রাপ্ত এবং প্রাক্তন চেয়ারম্যান, ডিএসসিপিসিআর, নয়াদিল্লি৷ রজনীশ কুমার, সভাপতি, সর্বভারতীয় নিষেধাজ্ঞা পরিষদ এবং যুব শান্তি কর্মী৷ বিজয় ভারতীয়, পরিচালক, দক্ষিণ এশিয়া শান্তি জোট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *