উধারবন্দ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : কাজে না যাওয়ায় সহকারী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা এলাকার পানগ্রামে। মৃত শ্রমিককে হীরা বাউরি বলে পরিচয় পাওয়া গেছে। দিনমজুরকে হত্যা করার অভিযোগ উঠেছে তমিজ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা গেছে, মৃত শ্রমিক হীরা বাউরি ছিলেন ডাম্পারচালক তমিজ উদ্দিনের সহকারী। গত কয়েকদিন ধরে হীরা তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় কাজে যাচ্ছিল না। কিন্তু গত সোমবার হঠাৎ করে ক্ষেপে যায় ডাম্পার চালক তমিজ উদ্দিন। সোমবার হীরার ঘরে তমিজ উপস্থিত হয়ে তাঁকে টেনে-হ্যাঁচড়ে ধরে নিয়ে যায়। এর পর তার ওপর শারীরিক অত্যাচার চালায়। অত্যাচারে এক সময় সংজ্ঞা হারিয়ে ফেলে হীরা বাউরি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে ভরতি করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কিন্তু তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। গতকাল বুধবার রাতে ডাক্তারদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে হীরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ বৃহস্পতিবার হীরা বাউরির মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা ছড়ার প্রানগ্রামে। উত্তেজিত জনতা আক্রমণ চালান ডাম্পার চালক তমিজের ঘরে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় উধারবন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে খুনি তমিজকে ধরতে জাল বিছিয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার পরিস্থিতি থমথমে।

