নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বিকৃত মস্তিষ্কের যুবকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত ৫ জন৷ ঘটনা চাম্পাহাওড়া থানাধীন পরশুরাম বাড়ি এলাকায়৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা সূত্রে জানা যায়, চাম্পাহাওড়া থানাধীন পরশুরাম বাড়ি এলাকায় এক বিকৃত মস্তিষ্কের যুবক বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে বাজারের দুটো দোকানে হামলা চালায়৷ তার হাতুড়ির ঘায়ে মোট পাঁচজন গুরুতর জখম করে৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের নাম ললিন দেববর্মা, মঙ্গল দেববর্মা, মনদ্বীপ দেববর্মা, নচিন্দ্র দেববর্মা ও পংকজ দেববর্মা৷ বিকৃত মস্তিষ্কের যুবকটিকে গ্রামবাসীরা ধরতে পারেনি৷ সে জঙ্গলে পালিয়ে যায়৷ অভিযুক্ত যুবকের নাম উপেন্দ্র দেববর্মা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ কিন্তু খবর লেখা পর্যন্ত তাকে জালে তুলতে পারেনি৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
2022-12-03