নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : শনিবার গীতা জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
ভগবদ্গীতার শ্লোক শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন । তিনি লেখেন, “ভারতামৃত সর্বস্বম বিষ্ণোর্বক্তাদ্বিনী: শ্রীতম। গীতা গঙ্গোদক পিতা পুনর্জন্ম ন বিদ্যতে।”
তিনি লেখেন, দেশবাসীকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা । শ্রীমদ্ভগবদ্গীতা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে পথ দেখিয়ে আসছে। আধ্যাত্মিকতা ও জীবনদর্শন সম্পর্কিত এই মহান গ্রন্থটি প্রতিটি যুগে পথপ্রদর্শক হয়ে থাকবে।