দেওরিয়া, ৩১ অক্টোবর (হি.স.) : ছট পুজো উপলক্ষে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
উত্তর প্রদেশের ইকাউনা থানা এলাকার বিষ্ণুপুর বাগাহির বাসিন্দা শিবেশ সিং ওরফে সত্যম (১৮) সোমবার বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে করতে জলে ডুবে যেতে থাকে। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে পরিবারের লোকজন গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করে সত্যমকে পুকুর থেকে বের করে সিএইচসি রুদ্রপুর, তারপর মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে।