মিলান, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর ইতালির মিলানে একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে একজনের। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আর্সেনালের ফুটবলার পাবলো মারি। ফুটবলার পাবলো মারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর অসুস্থ নন তিনি। এই হামলার ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বছর ৪৬-এর ওই হামলাকারী (ইতালীয় নাগরিক) কেন এমনটা করল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী মিলানের আসাগো শহরের একটি শপিং সেন্টারে মানুষজনের ওপর ছুরি নিয়ে হামলা শুরু করে। এই হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আর্সেনালের ফুটবলার পাবলো মারি-সহ ৪ জন আহত হয়েছেন। পরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনও অজানা। পুলিশের মতে, হামলাকারী মানসিকভাবে সুস্থ নয়।