নদিয়াপুরে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, পরিবারের অভিযোগ খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে নাদিয়াপুরে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ৷ এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নিজ বাড়ি থেকে বেরিয়ে যায় রঞ্জিত নাথ৷ তিনি প্রথমে গ্রামেরই মুহুরী নান্টু শুক্লবৈদ্যে বাড়িতে যান উনার জায়গা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য৷ সেখানে অনেকক্ষণ কথাবার্তার পর অন্যত্র বেরিয়ে যায় বলে জানা গেছে৷ কিন্তু সারারাত পেরিয়ে সকাল হলেও সে আর বাড়ি ফিরে আসেনি৷ বুধবার  সকালে পাশের জমিনে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিকে মৃত বৃদ্ধের স্ত্রী ও ছেলেরা অভিযোগ করে ওই মুহুরী তাকে হত্যা করেছে বলে৷ কারণ তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ওই জায়গার রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে  ঠান্ডা লড়াই চলছিলো৷ তাই এর পরিনিতি হিসেবে বৃদ্ধের মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গেছে৷ তবে ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ও ডগ স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে  যায় এবং উচ্চপর্যায়ে তদন্তের আশ্বাস দেয়৷ ময়না তদন্তেদের পর আসল রহস্য বেরিয়ে আসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *