৩১ অক্টোবর গুজরাটে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আহমেদাবাদ, ২৪ অক্টোবর (হি.স.) : আগামী ৩১ অক্টোবর গুজরাট সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তিনি মুলুপুরে ৪টি প্রকল্পের ভূমিপুজো করে সাধারণ সভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি নর্মদা জেলার কেভাদিয়ায় সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐক্য দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এখান থেকে তিনি দিল্লি রওনা হবেন এবং দিল্লি থেকেই কার্যত গুজরাটের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে কেভাদিয়ায় একটি কুচকাওয়াজের সাথে একতা দিবসের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এছাড়াও প্রধানমন্ত্রী আইএএস পরীক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর বানাসকাঁথা জেলার থরদ তহসিলের মুলুপুর গ্রামের হেলিপ্যাডের কাছে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি বনাসকাঁথায় প্রধানমন্ত্রীর দুটি অনুষ্ঠান হয়েছে। উত্তর গুজরাটে গত ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একটি ধাক্কা খেয়েছিল, যে কারণে দল এবার কোনও প্রচেষ্টা ছাড়তে রাজি নয়।