নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় ফের অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জামিন-আর্জির শুনানির জন্য শনিবার দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন জ্যাকলিন ফার্নান্ডেজ। একেবারে আইনজীবীর বেশে এদিন আদালতে আসেন জ্যাকলিন। আদালত তাঁকে আগামী ১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন প্রদান করেছে। পাশাপাশি নিয়মিত জামিন ও অন্যান্য আবেদনের শুনানি হবে আগামী ১০ নভেম্বর। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সমস্ত পক্ষকে চার্জশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহ করার নির্দেশ দিয়েছে আদালত।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তোলাবাজি মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই শনিবার ফের ৩৭ বছর বয়সি জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হল।