আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় সমস্ত জেলা শাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে রাজস্ব দফতর। তাতে, আলোর উত্সব দীপাবলী কিছুটা ফিকে হবে বলে অনুমান করা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাষ মোতাবেক, আগামী রবিবার ২৩ অক্টোবর থেকেই হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তবে, আগামী ২৫ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে, সেখানে সতর্কতা জারি করা হয়নি। কিন্তু, আগামী ২৪ ও ২৫ অক্টোবর ত্রিপুরার সমস্ত জেলার নাগরিকদের সাবধানতা অবলম্বনে সতর্ক করা হয়েছে।
রাজস্ব দফতর আবহাওয়ার পূর্বাভাষ ঘিরে আজকেই ত্রিপুরার সমস্ত জেলাশাসকদের আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, দমকল ও প্রশিক্ষিত স্বেচ্ছা সেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নৌকা, জ্যাকেট এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও মজুত রাখতে বলা হয়েছে।বিশেষ করে, নদীর জলস্তর বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, পরিস্থিতি বুঝে নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নেওয়ার জন্যও ব্যবস্থা করার আদেশ রয়েছে। পাশাপাশি, বজ্রপাত থেকে বাঁচার জন্য খোলা মাঠে কাজ থেকে বিরত থাকতে এবং গৃহপালিত প্রাণীদের নিরাপদ স্থানে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।