অভিযান চালিয়ে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত ধৃত ‘হাইব্রিড’ জঙ্গি

সোপিয়ান, ১৯ অক্টোবর (হি. স.) : জম্মু-কাশ্মীরের সোপিয়ানে গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের । বুধবার একটি যৌথ অভিযানে ওই হামলায় জড়িত ‘হাইব্রিড’ জঙ্গিকে এনকাউন্টরে খতম করল কাশ্মীর পুলিশ ও আধা সামারিক বাহিনীর সদস্যরা। এর আগে ওই জঙ্গিকে গেকরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। উল্লেখ্য, ক’দিন আগে সোপিয়ানের যে এলাকায় এক কাশ্মীরি পণ্ডিতকে

এক বিবৃতিতে কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে সন্ত্রাসী ইমরান বশির গনিকে গ্রেফতার করা হয়। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ তার সাথে উল্লেখিত স্থানে অভিযান চালায়। এক জায়গায় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গুলি শুরু করে। তার পরেই এনকাউন্টার শুরু হয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইমরান বশির গনি নিহত হন।ওই এলাকায় এদিন অভিযান চালিয়ে সেখান থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গ, কাশ্মীরের যে জেলায় কাশ্মীরি পন্ডিত হত্যা হয়েছিল সেখানেই সোমবার সন্ত্রাসবাদীদের হামলার শিকার হন দুই পরিযায়ী শ্রমিক, যাঁরা উত্তরপ্রদেশ থেকে কাজ করতে এসেছিলেন সোপিয়ান জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সোমবার রাতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডের আঘাতে উত্তরপ্রদেশের কনৌজ থেকে আসা রাম সাগর এবং মণীশ কুমার নামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তখনই কাশ্মীর পুলিশ জানিয়েছিল, গ্রেনেড হামলাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীররা জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার সদস্য। এই গ্রেনেড হামলাকারীদের ‘হাইব্রিড সন্ত্রাসবাদী’ বলে চিহ্নিত করে থাকে কাশ্মীর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *