গাজিয়াবাদে পিটবুল পোষায় জারি হল নিষেধাজ্ঞা

গাজিয়াবাদ, ১৬ অক্টোবর (হি. স.) : পিটবুল-সহ তিনটি প্রজাতির কুকুরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ প্রশাসন । বাকি প্রজাতিগুলি হল রটওয়েলার ও ডোগো আর্জেন্টিনো। বিজেপির এক কাউন্সিলর এই প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন গাজিয়াবাদের মেয়র আশা শর্মা। সেই সঙ্গে পোষ্যের মালিকদের জন্য নতুন আইনও এনেছে প্রশাসন।

সম্প্রতি একটি ১১ বছরের মেয়েকে পায়ে কামড়ে দেয় এক পিটবুল। তার আগে এক ১০ বছরের বালকের উপর ঝাঁপিয়ে পড়ে তার মুখ ও নাকে কামড়ে দিয়েছিল আরেকটি পিটবুল। ছেলেটির মুখে ও নাকে ১৫০টি সেলাই পড়েছিল। অবশেষে নিষিদ্ধ করা হল ওই প্রজাতির কুকুরকে। নয়া নিয়মে জানানো হয়েছে, এবার থেকে কেউ আর এই প্রজাতির কুকুর পুষতে রাখতে পারবেন না। কিন্তু যাঁদের কাছে এই প্রজাতিগুলির কুকুর রয়েছে? ২ মাসের মধ্যে সেগুলিকে জীবাণুমুক্ত করে টিকাকরণ করতে হবে। সেই সঙ্গে তাদের নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। অন্যথায় ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর হরিয়ানার পঞ্চকুলাতে একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে। সেখানে পিটবুল ও রটওয়েলার্স প্রজাতির কুকুর নিষিদ্ধ করা হয়েছে। এদিকে রবিবারই হরিয়ানার রেওয়ারিতে পিটবুলের হানায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। তাঁর মাথা, মুখ ও নাকে ৫০টি সেলাই পড়েছে।