ধলাই (অসম), ১২ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার অধীনস্থ মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে রুটিনমাফিক নাকাচেকিং চলাকালে বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। লায়লাপুর পুলিশ পেট্ৰোল পোস্টের সামনে আজ বুধবার সকাল প্রায় ৮-টা নাগাদ ভারত পেট্রোলিয়াম ওয়েলের এএস এফসি ৯২৭২ নম্বরের একটি তেলের ট্যাংকারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওয়েল ট্যাংকারের উপরে আলাদাভাবে মোট পাঁচটি চেম্বারে মজুত ছিল বার্মিজ সুপারিগুলি। অন্যদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে দুটি টাটা সুমোয় তালাশি চালিয়ে মোট ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। পৃথক দুই ঘটনার সঙ্গে চার অবৈধ কারবারিকে আটক করা হয়েছে।
মিজোরাম থেকে আগত ওয়েল ট্যাংকারে কোনও রকমের নথিপত্র ছাড়া বেআইনিভাবে বার্মিজ সুপারি আনা হচ্ছে দেখে পুলিশ গাড়ির দুই ব্যক্তিকে আটক করে। ধৃত দুই বার্মিজ সুপারি পাচারকারীর নাম বাবুল হুসেন লস্কর এবং বদরুল হক লস্কর। হোজাই জেলার লংকা থানার তিনালি বাজারের ময়ুর উদ্দিন লস্করের ছেলে বাবুল হুসেন লস্কর। অপর ধৃত বদরুল হক লস্কর একই এলাকার মতসির আলির ছেলে। ধৃতদের ধলাই থানার লকআপে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
অন্যদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে দুটি টাটা সুমোতে তালাশি চালিয়ে মোট ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। এমজেড ০৫ এ ৪২১১ এবং এমজেড ০১ এন ১৬৭৭ নম্বরের টাটা সুমো দুটি থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে বিদেশি সিগারেট পাচারে লিপ্ত দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা করিমগঞ্জ জেলার নিলামবাজার কেউটকোণার প্রয়াত আব্দুল রকিবের ছেলে আব্দুল হাই (৩০) এবং মিজোরামের নর্থ আইজল রামলুন এলাকার কে মজিদের ছেলে মহম্মদ কে একলাস (৩৪)।
বেআইনিভাবে বিদেশি সিগারেট পাচারের দায়ে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।