নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ভারতের দুর্জয় বাহিনী ভারতীয় বায়ুসেনাকে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার ৯০ তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, বীরত্ব, শ্রেষ্ঠত্ব, কর্মক্ষমতা এবং পেশাদারিত্বের জন্য পরিচিত ভারতীয় বায়ুসেনা। শনিবার ভারতীয় বায়ুসেনার ৯০ তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ুসেনা দিবস হিসেবে পালিত হয়।
এদিন সকালে টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “বায়ুসেনা দিবসে সমস্ত সাহসী বিমান যোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা ও শুভকামনা। বীরত্ব, শ্রেষ্ঠত্ব, কর্মক্ষমতা এবং পেশাদারিত্বের জন্য পরিচিত ভারতীয় বায়ুসেনা। নীল রঙের নারী-পুরুষ নিয়ে গর্বিত ভারত। নীল উন্মুক্ত আকাশ এবং শুভ অবতরণ কামনা করছি।”