কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজোয় মহাত্মা গান্ধীকে অসুর সাজানো হয়েছিল। অসুরের মুখ গান্ধীজীর বদলে স্বাভাবিক অসুর হলেও তুঙ্গে রয়েছে তর্ক। হিন্দু মহাসভার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে।
এই গোটা ঘটনা প্রসঙ্গে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি-র আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত্যাকারীদের পূজারি।’’ তিনি আরও বলেন, “এবার ওরা নানাভাবে দোষ ঢাকতে নামবে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। গান্ধীজি জাতির জনক। গান্ধীজি আন্তর্জাতিক ইতিহাসে ভারতবর্ষের অন্যতম প্রতীক। তাঁকে নিয়ে এমন অবমাননা কোনওভাবে বরদাস্ত করা যায় না।’’
প্রসঙ্গত, গান্ধীজির আদলে অসুরের চেহারা তৈরি করার গোটা রাজ্য জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। তীব্র সমালোচনায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত অসুরের চেহারা বদল করতে বাধ্য হয়েছে পুজো উদ্যোক্তারা। তবে তাতেও মিলল না রেহাই। জাতীর জনক মহাত্মা গান্ধীর অবমাননার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ জানানো হয়েছে তাদের বিরুদ্ধে।