ডালখোলা, ২ অক্টোবর (হি. স.) : শহরকে আলোকিত করতে পথবাতি ও উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন হল উত্তর দিনাজপুরের ডালখোলায়। ডালখোলা পুর এলাকায় ৯০টি বৈদ্যুতিক ও ৩৬টি সৌর পথবাতি সহ ৬টি উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন করেন বিধায়ক গৌতম পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, কাউন্সিলার রাকেশ সরকার, গোপাল রায় সহ অন্যান্যরা। বিধায়ক গৌতম পাল জানান, উত্তরবঙ্গ উন্নয়ন তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে শহরকে আলোকিত ও সৌন্দর্যায়নের লক্ষ্যে পথবাতি সহ আলোকস্তম্ভগুলি লাগানো হয়েছে। পুরপতি স্বদেশ চন্দ্র সরকার জানান, ডালখোলা শহরের মহম্মদপুর থেকে বুড়ি মহানন্দা ব্রিজ পর্যন্ত ১২৬টি পথবাতি লাগানো হয়েছে। এছাড়া পুর এলাকার ১, ২, ৩, ১০, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের স্বার্থে একটি করে উচ্চ আলোকস্তম্ভ বসানো হয়েছে। আগামীতে পুর এলাকায় আরও বেশ কয়েকটি উচ্চ আলোকস্তম্ভ বসানোর পরিকল্পনা রয়েছে।