Mahatma Gandhi :জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : রবিবার জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী রাজঘাটে বাপুকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও বাপুর সমাধিস্থলে ফুল গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, আমি সমস্ত দেশবাসীর পক্ষ থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী মোদী টুইটারে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গান্ধী জয়ন্তীতে মোদী লিখেছেন, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে আমি আপনাদের সকলকে খাদি এবং হস্তশিল্পের পণ্য কেনারও আহ্বান জানাচ্ছি।