নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
শনিবার উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, উপরাষ্ট্রপতি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ধনখড় বলেন, আমাদের জাতির পিতার জন্মদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি দেশবাসীকে আমার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, মহাত্মা গান্ধী আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, নৈতিকতার আদর্শ মান এবং আজও মানবতার জন্য আশার আলো। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সত্যাগ্রহ, তাঁর অহিংস আন্দোলন সারা বিশ্বের অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছিল। মানুষের সহজাত কল্যাণে তাঁর বিশ্বাস, সত্যের প্রতি তাঁর বিশ্বাস আজকের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।