Durgapuja:দুর্গাপুজা : যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উৎসব-২০২২ এর দিনগুলিতে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত জনসাধারণের চলাচলের সুবিধার্থে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উল্লিখিত দিনগুলিতে বড় পূজা প্যান্ডেল এলাকায় সন্ধ্যা ৫টা থেকে রাত ১২টা (মধ্যরাত) পর্যন্ত যে কোনও ধরনের যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ। ভিড়ের অবস্থা বিবেচনা করে বড় পুজা প্যান্ডেল এলাকায় নো এন্ট্রি মধ্যে রাতের পরও বাড়ানো হতে পারে।

নো এন্ট্রি জোন

১) উত্তর গেট-রাধানগর-সার্কিট হাউস (শান্তিকামী-পোলস্টার ক্লাব-কুঞ্জবন সেবক সংঘ)। যেসব

যানবাহনের পাস থাকবে সেগুলি উত্তর গেট থেকে সার্কিট হাউস পর্যন্ত একমুখীভাবে যেতে পারবে। জরুরি কাজে নিযুক্ত যানবাহন দুদিকেই চলাচল করতে পারবে।

২) বোধজং চৌমুহনি থেকে উত্তর গেট। ৩) ভলকান ক্লাব থেকে ভগবান ঠাকুর চৌমুহনি।

৪) ভগবান ঠাকুর চৌমুহনি-লালবাহাদুর চৌমুহনি-গণরাজ চৌমুহনি পেট্রোল পাম্প-দুদিক থেকেই। ৫) পুরনো সেন্ট্রাল জেইল পশ্চিম কোণ (বাপীরাজ ফার্নিচার) থেকে লালবাহাদুর, দুদিক থেকেই।

৬) প্রান্তিক ক্লাব থেকে পুরনো সেন্ট্রাল জেইল ক্রসিং। ৭) পোস্ট অফিস-গান্ধীঘাট-গ্র্যান্ডিউজ চৌমুহনি-গোলবাজার-লালমাটিয়া (ছাত্রবন্ধু-গ্র্যান্ডিউজ-নেতাজী প্লে সেন্টার) দুদিক থেকেই।

৮) কামান চৌমুহনি-শিববাড়ি-সেন্ট্রাল রোড-গোলবাজার ওয়ান ওয়ে।

৯) মোটরস্ট্যান্ড-চিত্তরঞ্জন রোড-রামঠাকুর সংঘ দুদিকেই।

১০) রামঠাকুর সংঘ-সুধীর দারোগাবাড়ি রোড ক্রসিং।

১১) চিত্তরঞ্জন রোড-চিত্তরঞ্জন ক্লাব, দুদিক থেকেই।

১২) সংহতি ক্লাব (রামনগর ৪ নং রাস্তা থেকে ৬ নং রাস্তা) দুদিক থেকেই। জরুরি পরিষেবার যানবাহন ছাড়া।

১৩) বটতলা-দশমীঘাট, দুদিক থেকেই।

১৪) জয়নগর বাসস্ট্যান্ড থেকে যুবসমাজ (দ্বিতীয় মোড়) দুদিক থেকেই। ১৫) প্যারাডাইস চৌমুহনি-মেলারমাঠ-বটতলা, দুদিক থেকেই।

১৬) ভারতরত্ন, ঊষাবাজার।

যাত্রীবাহী যানবাহন সহ বাসগুলি ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা ৫টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত টার্মিনাল পয়েন্টে থাকবে। টার্মিনাল পয়েন্টে রিক্সা থাকবে যাত্রীদের জন্য। জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত সব গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। টার্মিনাল পয়েন্টগুলি হলো

১) পন্ডিত নেহরু অফিস কমপ্লেক্স ( গুর্খাবস্তি)।

২) দুর্গাচৌমুহনি ব্রিজের উত্তরাংশ।

৩) ত্রিনয়নী ক্লাবের কাছে আখাউড়া রোড।

৪) নাগেরজলা বাস টার্মিনাল। ৫) এডিনগর ড্রপগেট।

৬) প্রতাপগড় রেইলি ব্রিজ।

৭) চন্দ্রমোহন সেতুর (পুরনো ঝুলন্ত সেতু) দক্ষিণাংশে।

৮) রামঠাকুর বয়েজ স্কুল সেতু।

৯) গান্ধী স্কুল / এমবিবি কলেজ এলাকা।

১০) চন্দ্রপুর মসজিদের কাছে।

১১) ক্যান্সার হাসপাতালের কাছে।

সব ট্রাক / পণ্য পরিবহণকারী যানবাহনগুলি ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর সন্ধ্যা ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নিম্নলিখিত স্থানে দাঁড়াবে।

১) আমতলী থানার অন্তর্গত আমতলী বাইপাস। ২) বোধজংনগর থানার অন্তর্গত খয়েরপুর বাইপাস।

৩) রাণীরবাজার থানার অন্তর্গত মাধববাড়ি। ৪) এনসিসি থানার অন্তর্গত লিচুবাগান।

৫) পশ্চিম থানার বর্ডার গোল চক্কর।

ট্রাকগুলির অত্যাবশ্যকীয় পণ্য নামানোর কাজ বিকাল তিনটার মধ্যে শেষ করতে হবে। এরপর গাড়ি নির্ধারিত গ্যারেজে পার্ক করতে হবে অথবা বিকাল চারটার মধ্যে অবশ্যই আগরতলা পুরনিগম এলাকার বাইরে চলে যেতে হবে। আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিকাল ৪টা ১৫ থেকে ক্র্যান ব্যবহার শুরু করা হবে।

উত্তর জোনে পার্কিংয়ের জায়গা। (রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা) লেক চৌমুহনি বাজার কাটাখালের নীচে, রাধানগর বাসস্ট্যান্ড, উত্তর গেটে (গ্যাস ও ফ্লেম অফিসের নিকট), নেহরু পার্ক, কর্ণেল চৌমুহনি থেকে বিদুরকর্তা চৌমুহনি রাস্তার পূর্ব দিক, বোধজং চৌমুহনি থেকে ভগবান ঠাকুর চৌমুহনি।

সেন্ট্রাল জোনের পার্কিংয়ের জায়গা (রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা) কামান চৌমুহনি থেকে পোস্ট অফিস চৌমুহনি রাস্তার উত্তরাংশ। পোস্ট অফিস চৌমুহনি থেকে পুরনো আর এম এস রাস্তার পশ্চিম দিক। শকুন্তলা রাস্তা (পশ্চিম দিক)। গোলবাজার থেকে এমবিবি ক্লাব ক্রসিং (এন এস রোডের উত্তর দিক), দুর্গাবাড়ি পার্কিং স্থানের দক্ষিণ দিক, ওরিয়েন্ট চৌমুহনি থেকে রবীন্দ্রভবন ক্রসিং, ওরিয়েন্ট চৌমুহনি থেকে জ্যাকশন গেট। গান্ধীঘাট রোড, গান্ধীঘাট থেকে প্যারাডাইস থেকে মেলারমাঠ রাস্তা। অফিস লেনের উত্তর দিক এবং আইজিএম চৌমুহনি থেকে ওরিয়েন্ট চৌমুহনি কভার ড্রেন।

রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পূর্ব জোনে পার্কিংয়ের স্থান পুরনো মোটরস্ট্যান্ড পার্কিং প্লেস, পুরনো সেন্ট্রাল জেল রাস্তার উত্তর দিক, পূর্বাশা থেকে মহিলা মহাবিদ্যালয় (লক্ষ্মীনারায়ণবাড়ি রাস্তার উত্তর দিক)। মহিলা মহাবিদ্যালয় থেকে পাওয়ার হাউস ক্রসিং (পূর্ব দিক), গান্ধী স্কুলের রাস্তায় নতুন জলের ট্যাঙ্ক ফিসারি অফিসের জন্য এমবিবি কলেজ রোড।

দক্ষিণ এবং পশ্চিম জোনে পার্কিংয়ের জায়গা (রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত) নাগেরজলা মোটরস্ট্যান্ডের ভেতর, বটতলা থেকে মেলারমাঠ (রাস্তার উত্তর দিক), বটতলা থেকে পুরনো এ এম সি অফিস (রাস্তার পূর্বদিক), রামনগরের ভেতরের সড়ক, শঙ্কর চৌমুহনি থেকে কর্ণেল চৌমুহনি (কভার ড্রেন), রামনগর ৬ নং রাস্তা থেকে দুর্গাচৌমুহনি (রাস্তার পশ্চিম দিক) এবং রামনগর টিওপির কাছে।

রোগী / বিমানযাত্রী / ট্রেন যাত্রীদের জন্য জরুরি সড়ক (টিএমসি হাসপাতাল থেকে আইজিএম / জিবি হাসপাতাল / আই এল এস)। হাঁপানিয়া-এডি নগর- ফ্লাইওভার-আইজিএম টিআরটিসি-বিকে চৌমুহনি-কর্ণেল চৌমুহনি-হারাধন সংঘ- উত্তর গেট- রাধানগর- মূর্তি প্রাঙ্গণ

জিবিপি হাসপাতাল / আই এল এস। (জিবি হাসপাতাল / আই এল এস হাসপাতাল থেকে আইজিএম / হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালের দিকে)

আইএল এস / জিবি মূর্তি প্রাঙ্গণ- রাধানগর-উত্তর গেট- হারাধন সংঘ – কর্ণেল – চৌমুহনি- বিকে রোড- আর এম এস- আইজিএম- ফ্লাইওভার – এডিনগর।

আইএল এস / জিবি হাসপাতাল – অভয়নগর -ভগবান ঠাকুর-বোধজং চৌমুহনি- মহিলা কলেজ- গণরাজ চৌমুহনি / লায়ন্স গেট – ওরিয়েন্ট চৌমুহনি – আর এম এস চৌমুহনি আইজিএম চৌমুহনি- ফ্লাইওভার- এডিনগর।

বিমান / রেলের যাত্রীদের তাদের সঙ্গে বিমান টিকিট অথবা বোর্ডিং পাস সঙ্গে রাখতে এবং তাদের গাড়িতে বিমান ও রেল যাত্রীর স্টিকার লাগাতে অনুরোধ করা হচ্ছে।তারা বিমানবন্দর / রেল স্টেশন যেতে এবং আসতে যে কোনও সড়ক ব্যবহার করতে পারবেন।

বিকল্প রাস্তা :

জরুরি প্রয়োজনে বিভিন্ন হালকা যানবাহন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ / ট্রাফিক সেক্টর অফিসারদের কাছ থেকে তাৎক্ষণিক পাস নেওয়ার মধ্য দিয়ে নিম্নলিখিত সড়কগুলিতে চলাচল করতে পারবে।

১ নং সড়ক : হাঁপানিয়া – সিদ্ধি আশ্রম – এডিনগর – ফ্লাইওভার – এফ এস চৌমুহনি আইজিএম চৌমুহনি- আর এম এস চৌমুহনি – আর এস ভবন লায়ন্স গেট – মহিলা কলেজ বোধজং চৌমুহনি – ভুতুরিয়া – শচীন সেতু – অভয়নগর – জিবি বাজার।

২ নং সড়ক : জিবি বাজার – ইন্দ্রনগর রোড প্রান্তিক ক্লাব – জয়গুরু – মডার্ন ক্লাব – গান্ধী স্কুল যোগেন্দ্রনগর / আড়ালিয়া।

৩ নং সড়ক : এয়ার পোর্ট রোড – পঞ্চবটী কালীবাড়ি – বড়জলা – দুর্গাচৌমুহনি – রামনগরের ভেতরের অংশ – এ কে রোড ফায়ার সার্ভিস চৌমুহনি – অবলা চৌমুহনি নাগেরজলা – এডিনগর সিদ্ধি আশ্রম – হাঁপানিয়া। – বটতলা

ট্রাফিক কন্ট্রোল রুমের টেলিফোন নং- ৯৪০২-৩০৩-১০০ / 9005-288-871 হোয়াটস নম্বর ৯৪০২-৩০৩-১০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *