বাড়ি ধসে পড়ায় চার নাবালক সহ পাঁচজন মৃত

সিমলা, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সিরমাউর জেলায় ভূমিধসে একটি বাড়ির চার নাবালক সহ একটি পরিবারের পাঁচজনকে জীবিত অবস্থায় মাটি চাপা পড়ে মারা গিয়েছেন বলে সোমবার পুলিশ জানিয়েছে।

রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রনহাটের কাছে খিজওয়াদি গ্রামে।মৃতদের নাম মমতা (২৭), তার তিন মেয়ে আরাং (২), আমিশা (৬), ঈশিতা (৮) এবং তার আত্মীয় আকাংশিকা (৭)। মৃতদেহ গুলো পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।