Shiv Sena:ধারাভিতে শিবসেনার দুই গোষ্ঠীর সংঘর্ষ, তিন কর্মীর বিরুদ্ধে মামলা

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ধারাভি এলাকায় শিবসেনা ও শিন্দে গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিবসেনার তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

শিন্দে গোষ্ঠীর বিধায়ক সাদা সারওয়াঙ্কর বৃহস্পতিবার সন্ধ্যায় ধারাভিতে কর্মীদের একটি বৈঠক ডেকেছিলেন। রাত ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। একই সময়ে শিবসেনা ঘটনাস্থলে পৌঁছে শিন্দে গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিন্দে গোষ্ঠীর তীব্র বিরোধিতা করে। এতে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধারাভি থানার পুলিশ শিবসেনার তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিন্দে গোষ্ঠীর বিধায়ক সদা সারাভাঙ্করের মতে, সভা শান্তিপূর্ণভাবে চলছিল, এমন সময় শিবসেনা কর্মীরা এসে স্লোগান দিতে শুরু করে। শিবসেনার বিটল চহ্বন সাংবাদিকদের বলেন, বহিরাগতরা ধারাভিতে এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, তা বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *