নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা হরি সিংকে তাঁর জন্মবার্ষিকীকে রাষ্ট্রীয় ছুটি হিসাবে ঘোষণা করে সত্যিকারের শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার শাহ টুইট করে লিখেছেন, “আমি জাতীয়তাবাদের প্রতীক মহারাজা হরি সিং জিকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা এবং দেশের অখণ্ডতা অক্ষুণ্ন রাখার জন্য তাঁর প্রচেষ্টাকে স্মরণ করার জন্য মোদী তাঁর জন্মবার্ষিকীকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে তাঁকে সত্যিকারের শ্রদ্ধা জানিয়েছেন।