জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের পরিস্হিতি নিয়ে উদ্বেগ, গুতেরেস বললেন যুদ্ধের অবসান জরুরি

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের পরিস্হিতি নিয়ে রাষ্ট্রসংঘের মহা সচিব অ্যান্তনিয় গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই প্রকল্পে যে কোনরকম ক্ষয়ক্ষতি, ওই এলাকার মানুষ এবং তার বাইরেও ভয়ঙ্কর পরিনাম ডেকে আনতে পারে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, জাপোরজিয়া-র পরিস্হিতি খুবই উদ্বেগজনক। যুদ্ধের অবসান হওয়া জরুরী। ইউক্রেনের যন্ত্রনায় ইতি টানার এটাই একমাত্র পথ।

কৃষ্ণসাগর, খাদ্যশস্য চুক্তির ব্যাপারে রাষ্ট্রসংঘের মহা সচিব জানান, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিশ্বে খাদ্যপণ্যের মূল্য অনেকটাই কমেছে। রাশিয়া যাতে সার রফতানি করতে পারে, সেই পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতি আবেদন জানান তিনি। গুতেরেস-এর সতর্ক বার্তা – সারের বাজার যদি স্হিতিশীল না হয়, তাহলে আগামী বছর বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *