আগরতলা, ১৫ সেপ্টেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে ৩টি রুটে টাউন বাস চালানো হবে। এই বাসগুলিতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না। এই রুটগুলি হল রাণীরবাজার থেকে বটতলা এবং বটতলা থেকে রাণীরবাজার, টিআরটিসি’র কৃষ্ণনগর কমপ্লেক্স থেকে আমতলী হয়ে সেকেরকোট ও সেকেরকোট থেকে কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স এবং আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এমবিবি বিমানবন্দর ভায়া বটতলা, রাধানগর। আজ কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম কমপ্লেক্সে নিগমের চেয়ারম্যান অভিজিত দেব এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জনগণের চাহিদার দিকে লক্ষ্য রেখে কয়েকটি নতুন রুটে বাস চালানোর জন্য নিগমের পরিচালন পর্ষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিগমের চেয়ারম্যান জানান, পুজোর দিনগুলিতে এই টাউন বাস পরিষেবা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে এম বি বি বিমানবন্দর, কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্স থেকে জম্পুইজলা ভায়া পুরুনো মোটরস্ট্যান্ড, দক্ষিণ আনন্দনগর, জিবি হাসপাতাল থেকে কমলাসাগর, কসবা কালিবাড়ি, আগরতলা রেল স্টেশন থেকে অশ্বিনী মার্কেট, কৈলাসহর থেকে কুমারঘাট রেল স্টেশান, ধর্মনগর থেকে খেদাছড়া হয়ে দামছড়া, ধর্মনগর থেকে করিমগঞ্জ এবং ধর্মনগর থেকে কৈলাসহর। দুর্গাপুজার পর থেকে ধাপে ধাপে এই রুটগুলিতে পুনরায় বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সকল অংশের মানুষের সহযোগিতায় এই রুটগুলিতে টিআরটিসি’র পরিষেবা চালু করার পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, কুঞ্জবন টিআরটিসি কমপ্লেক্স, কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স এবং বটতলা টিআরটিসি কমপ্লেক্স চতুরের উন্নয়নের জন্য আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার সিদ্ধান্তও পর্ষদ থেকে নেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ত্রিপুরা রাজ্য কর্মচারিদের ন্যায় টিআরটিসি’র কর্মচারিরাও যাতে ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন সেই জন্য অতিরিক্ত অর্থের অনুমোদনের জন্য পরিবহণ দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। এছাড়া টিআরটিসি’র কর্মচারিদের জন্য অর্জিত ছুটি বেতনের আওতায় নিয়ে অবসরকালীন সময়ে নগদ টাকা প্রদান করার জন্য পরিবহণ দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। শ্রীদেব জানান, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের লগো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের অনুকরণে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়, বোর্ড অব ডিরেক্টর অশোক পাল ও টিআরটিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।