গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

খোয়াই, ১৫ সেপ্টেম্বর : খোয়াই মহকুমার পদ্মবিল এলাকায় যান দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। একটি মারুতি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে বাইজাল বাড়ি প্রাথমিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, খোয়াই মহকুমা এলাকায় যান দুর্ঘটনা লাগাম যেন কিছুতেই টানতে পারছে না খোয়াই ট্রাফিক পুলিশ। খোয়াইতে যান দুর্ঘটনা যেন নিত্যদিনের কর্মসূচি হয়ে দাড়িয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে যান দুর্ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবার ফের গাড়ি ও বাইকের মুখমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন যুবক। ঘটনাটি ঘটেছে পদ্মবিনল ব্লক সংলগ্ন খোয়াই আগরতলা সড়কের উপর।

আহতরা হলেন নিপুল ঊরাং(২৩), জিতেশ ঊরাং(১৫) এবং অজিত গোয়ালা(১৪)। জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ টিআর০৬বি০৪৬৩ নাম্বারের একটি মারুতি আল্টো গাড়ি আগরতলা থেকে খোয়াইয়ের উদ্যেশে আসছিল। পদ্মবিল এলাকায় এসে পৌঁছলে অপরদিক থেকে আসা নাম্বার বিহীন একটি মোটর বাইকের সাথে মুখমুখী সংঘর্ষ হয়। ফলে বাইকে থাকা তিন যুবক ছিটকে পড়ে রাস্তায়। তাতে গুরুতর আহত হয় তিন যুবক।

ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে গিয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাইজালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে আহতরা বাইজালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ গাড়ি ও বাইক আটক করেছে। এব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে। চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *