মানালি, ১১ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নি টিব্বা অভিযানে গিয়ে নিখোঁজ চার বাঙালি অভিযাত্রীর খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। এখন তাঁরা সামিট ক্যাম্প থেকে অবতরণ শুরু করেছেন। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের তরফে এই খবর জানানো হয়েছে। রবিবার মানালির অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টসের ডিরেক্টর অবিনাশ নেগী জানিয়েছেন, আমাদের উদ্ধারকারী দল আলি রতনি চূড়ায় আটকে থাকা পর্বতারোহীদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সকলেই সুস্থ আছেন। আশা করছি, আগামীকালের মধ্যে উদ্ধার হওয়া পর্বতারোহীরা বেস ক্যাম্পে পৌঁছে যাবে।
গত শুক্রবার জানা যায়, এই চার অভিযাত্রী নিখোঁজ। তারপর মানালির একটি পর্বতারোহণ প্রশিক্ষণ সংস্থার উদ্ধারকারী দল তাঁদের খোঁজে যায়। স্যাটেলাইট ফোন মারফত সেই উদ্ধারকারী দল খবর পাঠিয়েছে, চারজনই জীবিত আছেন এবং নেমে আসছেন।