Bankura :আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র বাঁকুড়া পুলিশের জালে

বাঁকুড়া, ৮ সেপ্টেম্বর (হি. স.) : বাঁকুড়া জেলা পুলিশের হাতে ধরা পড়ল আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্রের একটি দল। বুধবার রাতে জেলার গঙ্গাজলঘাটি থানার আইসি অসীম সরকার ও তার দলবলের তৎপরতায় ধরা পড়ল এক আন্তঃ রাজ্য চোরাই গাড়ি পাচার চক্রের ৩ পান্ডা। বৃহস্পতিবার ওই ৩ দুস্কৃতিকে বাঁকুড়া আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ওড়িশা পুলিশ খবর পাঠায় বাঁকুড়া পুলিশকে, দুদিন আগে সেখান থেকে একটি গাড়ি ছিনতাই করে ছিনতাইকারিরা গাড়ি নিয়ে বাঁকুড়ায় ঢুকেছে। সেই মত বাঁকুড়া পুলিশ জেলার প্রায় সমস্ত রাস্তার উপর নজরদারি চালায়। পুলিশ জানতে পারে জাতীয় সড়ক ধরে গাড়ি আসছে। গঙ্গাজলঘাটি থানার পুলিশও সতর্ক দৃষ্টি রাখে।গঙ্গাজলঘাটি থানার আইসি অসিম সরকারের নেতৃত্বে এই অভিযান চলে। তার কাছে খবর ছিল পাচারকারিরা বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি নিয়ে আসছে। তিনি পুলিশ বাহিনী নিয়ে গঙ্গাজলঘাটির চয়নপুরের জঙ্গলের কাছে অভিযান শুরু করেন। গাড়ি চেকিং করার সময় চোরাই গাড়িটি ধরে ফেলেন। ৩ জন গাড়ি ছিনতাইবাজকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বিহারের মুঙ্গের জেলার জামালপুর এলাকার গৌরব কুমার , বিহারেরই লক্ষ্মীসরাই জেলার যতন কুমার ও নীতিশ কুমার। পুলিশ জানিয়েছে, গাড়ির মালিককে খবর পাঠানো হয়েছে। আইন মেনে প্রমাণ খতিয়ে দেখে গাড়িটি মালিকের হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে ধৃত ৩ জনের বয়স ১৮ থেকে ২২বছরের মধ্যে। প্রত্যেকের বাড়ি বিহারের লক্ষ্মীসরাই জেলায়। বৃহস্পতিবার ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হলে ওড়িশা পুলিশ ৩ ছিনতাইবাজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। ওড়িশা পুলিশ অভিযুক্তদের নিয়ে এদিনই ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়।