কলম্বো, ১ সেপ্টেম্বর (হি.স.) : অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় দেউলিয়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াল আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। আর্থিক বিপর্যয়ের কাটিয়ে উঠতে কলম্বোকে ২৯ লক্ষ মার্কিন ডলারের প্যাকেজ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। এই মর্মে দুই পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের চুক্তি হয়েছে বলে খবর।
শ্রীলঙ্কার অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে ৪৮ মাসে ধাপে ধাপে ২৯ লক্ষ মার্কিন ডলার দেবে আইএমএফ। ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’-র আওতায় এই প্যাকেজ দেওয়া হবে। এই মর্মে ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর কলম্বোয় আলোচনা চালাতে পিটার ব্রিউয়ার ও মাশাহিরো নোজাকির নেতৃত্বে হাজির ছিল আইএমএফ-এর প্রতিনিধি দল। শ্রীলঙ্কা সরকারের আধিকারিকদের সঙ্গে আলোচনা চালান তাঁরা। দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের চুক্তি হয়েছে বলে খবর।
আইএমএফ জানিয়েছে, বর্ধিত ঋণ সুবিধার অধীনে চার বছর মেয়াদে এই ঋণ দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে আইএমএফ বলেছে, এই ঋণ কর্মসূচির উদ্দেশ্য শ্রীলঙ্কার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা পুনরুদ্ধার করা। এই ঋণের জন্য শ্রীলঙ্কার সরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চেয়েছে আইএমএফ, পাশাপাশি বেসরকারি ঋণদাতাদের সঙ্গে একটি সহযোগিতা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে সংস্থাটি।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনের মুখে গোতাবায়া রাজপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছেড়ে দেশ ত্যাগ করেছেন। দেশটির ২ কোটি ২০ লক্ষ মানুষ গত বছর থেকে খাদ্য, জ্বালানী এবং ওষুধ সংকটের মধ্যে রয়েছে। –