আগরতলা, ৩০ আগস্ট (হি. স.) : রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার জনসভায় অংশ নিতে আসার পথে দুষ্কৃতী হামলায় আহতদের আজ জি বি হাসপাতালে চিকিত্সার খোঁজ নিয়ে বেরিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তাঁর কড়া বার্তা, ওই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড়া হবে না। পুলিশকে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার গৌহাটি থেকে ফিরে এসেই দুষ্কৃতী হামলায় আহতদের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি গোটা ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলায় বেশ কয়েকজন আহত হন। একইভাবে এই সভায় অংশগ্রহণ করার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরকভাবে আহত হন বেশ কয়েকজন দলীয় সমর্থক। আজ জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি।
তিনি জানান, জি বি হাসপাতালে দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন দলীয় সমর্থক এবং সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আছেন ৮ জন। তাঁদের যথাযথ চিকিৎসার ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের কাছ থেকে অবহিত হয়েছি। তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। তাঁর আরোগ্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন, গতকাল ন্যাক্কারজনকভাবে বিজেপি সমর্থকদের উপর আক্রমণ হানা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই। যারা ত্রিপুরার শান্তির পরিবেশকে বিঘ্নিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাদের আমি হুঁশিয়ারি দিতে চাই। গতকালের সংগঠিত হামলায় যারা জড়িত রয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি বিধানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। এধরনের কর্মকাণ্ড কিছুতেই বরদাস্ত করা হবে না।