BRAKING NEWS

বাছাই পরীক্ষা : যাঁরা চাকরি পাবেন, তাঁরা সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী হবেন, আশাবাদী ডিজিপি ভাস্করজ্যোতি

মঙ্গলদৈ (অসম), ২৮ আগস্ট (হি.স.) : রাজ্যে চলমান তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষার সাথে জড়িত প্রতিটি ব্যক্তি গুরুত্ব সহকারে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন, প্রতিটি কর্মচারী যাঁরা এ ধরনের একটি বাছাই পরীক্ষার মাধ্যমে চাকরি পান, রাজ্যের ভবিষ্যত নির্মাণের জন্য তাঁরা একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী হয়ে উঠবেন, বলেছেন রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত।

আজ মঙলদৈয়ে তৃতীয় শ্রেণির বিভিন্ন নিয়োগ-পরীক্ষা কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করেছেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। এখানে এসে মঙলদৈ মহাবিদ্যালয়, পশ্চিম রাঙামাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্ৰ ছাড়াও জেলার সাতটি পরীক্ষা কেন্দ্ৰ পরিদৰ্শন করেছেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলপচারিতায় ওই কথাগুলি বলেছেন তিনি। আজ তিনি প্রতিটি কেন্দ্রে সব চাকরি-প্রার্থীকে অসম পুলিশের তরফ থেকে কলম, চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *