কলকাতা, ২৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয়। অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ঘটনাচক্রে এদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর গ্রেফতারি প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, এ রাজ্যে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয়।
এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দির স্টেশন পরিদর্শন করেন সিন্ধিয়া। যাত্রীদের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। দক্ষিণেশ্বর মন্দির স্টেশন পরিদর্শন করার পর মেট্রোতে চড়ে বরাহনগর স্টেশন পর্যন্ত যান তিনি। এদিন দক্ষিণেশ্বর মন্দিরেও পুজো দেন সিন্ধিয়া। শ্রাবণী মেলা উপলক্ষ্যে যে সমস্ত তীর্থযাত্রী জল ঢালতে যাচ্ছেন তাঁদের সঙ্গেও কথা বলেন তিনি।