প্রধানমন্ত্রী আজ কোবিন্দকে বিদায়ী ভোজ দেবেন, মুর্মুকে স্বাগত জানাতে প্রস্তুত রাইসিনা হিলস

নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : আজ শুক্রবার সন্ধ্যায় হোটেল অশোক-এ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য একটি বিদায়ী ভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভোজসভায় উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, নরেন্দ্র মোদী মন্ত্রিপরিষদের সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি কোবিন্দ রবিবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের মন্ত্রী এবং বিরোধী দলের সকল প্রবীণ নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২৫ জুলাই, ২০১৭-এ রাষ্ট্রপতি হওয়ার মেয়াদ রবিবার শেষ হবে। কোভিড মহামারীতে দুই বছর পেরিয়ে গেলেও তাঁর মেয়াদ অনেক গুরুত্বপূর্ণ অর্জনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
দেশের সাংবিধানিক প্রধান হিসেবে কোবিন্দ ৩৩টি দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। উত্তরপ্রদেশের কানপুর জেলার পারউনখ গ্রামে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী কোবিন্দ ছিলেন একজন সুপরিচিত আইনজীবী, সাংসদ এবং বিহারের রাজ্যপাল। তাঁর মেয়াদ শেষে তার নতুন বাসস্থান হতে পারে লুটিয়েন্স জোনে ‘১২ জনপথ’। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান দীর্ঘদিন এই বাংলোতে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *