সুপ্রিম কোর্টে পৌঁছল হরিয়ানার ডিএসপি খুনের মামলা

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : হরিয়ানার নুহ জেলায় একটি ডাম্পারের ধাক্কায় ডিএসপি মারা যাওয়ার ঘটনা সুপ্রিম কোর্টে পৌঁছল। সুপ্রিম কোর্ট এ বিষয়ে শুনানি করতে রাজি হয়েছে।

আইনজীবী এডিএন রাও বৃহস্পতিবার বিচারপতি এ এম খান উইলকরের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করেন। খুনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করার দাবি জানান তিনি। তিনি বলেন, অবৈধ খননের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণের নির্দেশনা জারি করতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ সূত্র মারফৎ খবর পেয়ে হরিয়ানার ডিএসপি সুরেন্দ্র সিং একাই পাথর খাদান মাফিয়াদের তল্লাশিতে নুহ-তে যান। সেই সময় কোনও পুলিশ বাহিনী তাঁর সঙ্গে ছিল না। দূর থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারকে হাত দেখিয়ে দাঁড়াতে বলেন তিনি। কিন্তু ডাম্পারটি না থেমে গতি আরও বাড়িয়ে দিয়ে একবারে পিষে দেয় সুরেন্দ্রকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।