Suicide:হাওয়াইবাড়িতে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই৷৷ ফাঁসিতে আত্মঘাতী  অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী৷ আত্মঘাতী ছাত্রীর নাম অঙ্কিতা রুদ্র পাল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় বুধবার বিকেল নাগাদ এই ঘটনা৷ সংবাদের জানা যায়, অমিত রুদ্র পালের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা অঙ্কিতা রুদ্রপাল কোন একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে৷ দুপুরে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে একান্তে ঘরে চলে যায়৷ এক সময় আত্মঘাতী ছাত্রী অঙ্কিতার মা ঘর থেকে বেরোতেই ঘরের মধ্যে লোকজনের অলক্ষে  ফাঁসিতে ঝুলে যায় অঙ্কিতা৷ কিছুক্ষণ পর অঙ্কিতার মা ঘরে এসে দেখতে পায় ঘরের পাখায় ফাঁসিতে ঝুলে রয়েছে ১৪ বছর বয়সী কন্যা৷ মায়ের  চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য লোকেরা ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় থাকা অঙ্কিতার দেহ  নামিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ময়না তদন্তের শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তবে তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *