নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): মাঙ্কিপক্সে প্রথম সংক্রমণ ইতিমধ্যেই ধরা পড়েছে ভারতে। সংযুক্ত আরব আমিরশাহী ফেরত ব্যক্তি ত্রিবান্দ্রাম বিমানবন্দরে নামার পরপরই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী বিদেশ ফেরত ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয় বলে খবর।
মাঙ্কিপক্সে ভারতে প্রথম সংক্রমণ ধরা পড়ার পর এবার ফের গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রেই বিশেষভাবে এই গাইডলাইন দেওয়া হয়েছে। যে যাত্রীরা বিদেশ থেকে ভারতে ফিরবেন, তাঁরা যাতে অসুস্থ কোনও যাত্রীর সংস্পর্শে না আসেন, সেই সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে-ইঁদুর, কাঠবিড়ালী, হনূমান, বাদর প্রভৃতি বন্য ও ছোট স্তন্যপায়ী প্রাণীর সংস্পর্শে যেতে বারণ করা হচ্ছে। আফ্রিকা থেকে আসে এমন কিছু পণ্য ব্যবহার করতেও নিষেধ করা হচ্ছে।