সাব্রুম(ত্রিপুরা), ১৩ জুলাই (হি. স.) : পরিত্যক্ত সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অসমের বাসিন্দা নির্মাণ শ্রমিক আব্দুল কালাম শেখ(২৯) ও সাইদুল ইসলাম(১৯) এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমের বাসিন্দা ভজন সিং(৪০)-র সেফটিক ট্যাংকে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। অপর একজন রতন দে(২৮) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেববর্মা জানিয়েছেন, সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা এলাকায় পুলিশ কর্মী সুপ্রদীপ দে-র বাড়িতে পরিত্যক্ত সেফটিক ট্যাংকে কাজ করতে তিন জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্রতিবেশীদের উদ্বৃতি দিয়ে বলেন, ওই সেফটিক ট্যাংকটি দীর্ঘদিন ব্যবহার হয়নি। স্বাভাবিকভাবে তার ভেতরে মিথেন গ্যাস বা অন্য টক্সিক গ্যাস ছিল। শ্রমিকরা ওই সেফটিক ট্যাংকে নেমে কাজ করতে গিয়েই দম বন্ধ হয়ে মারা গেছেন। চিকিত্সকরাও এমনটাই অনুমান করছেন। তবে, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ নিয়ে কিছুই বলা যাচ্ছে না, দাবি করেন তিনি।তিনি জানান, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। তদন্ত চলছে। এদিকে, ওই ঘটনা ত্রিপুরা পুলিশে কর্মরত সুপ্রদীপ দে-র বাড়িতে ঘটেছে। স্বাভাবিকভাবেই তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রথমে একজন নির্মাণ শ্রমিক সেফটিক ট্যাংকে কাজ করতে নেমেছিলেন। তিনি সেফটিক ট্যাংকের ভেতরে গিয়েই অস্বস্তি বোধ করেন। তাঁর অসুস্থতা লক্ষ্য আরও তিনজন শ্রমিক সেফটিক ট্যাংকের ভেতরে যান এবং তাঁরাও অসুস্থ হয়ে পরেন। স্থানীয় সুত্রে খবর, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।