বারাণসী, ৯ জুলাই ( হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রখ্যাত সংগীতশিল্পী পদ্মশ্রী অনুপ জালোটা বলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। শনিবার বারাণসীতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে আসা ভজন সম্রাট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন।
চলচ্চিত্র নির্মাতা লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্র ‘কালী’-তে ভগবান শিবের বিতর্কিত পোস্টার সম্পর্কিত একটি প্রশ্নে, ভজন সম্রাট চলচ্চিত্র নির্মাতাকে পাগল বলেছেন। তিনি বলেন, লীনা প্রথমবার যখন এমন পোস্টার করেছেন, তাই মনে হল তিনিও সেই লোকদের মধ্যে একজন, যারা সস্তার জনপ্রিয়তার জন্য সবকিছু করতে পারেন।
লীনা মণিমেকলাইকে সমর্থন করে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের বিষয়ে, ভজন সম্রাট বলেন, মৈত্র যদি লীনাকে সমর্থন করেন তবে তাও ভুল। লীনার পোস্টার কোনো অবস্থাতেই ঠিক নয়।

