লখনউ, ৯ জুলাই (হি.স.): প্রয়াত হলেন সমাজবাদী পার্টির পৃষ্ঠপোষক মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা যাদব। শনিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে টুইট করে এই দুঃসংবাদ জানানো হয়েছে। মুলায়মের দ্বিতীয় স্ত্রী সাধনা দেবীর প্রয়াণে শোকের ছায়া সমাজবাদী পার্টি শিবিরে।
দীর্ঘ অসুস্থতার পর শনিবার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুলায়মের স্ত্রী সাধনা (গুপ্তা) যাদব। শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। শনিবার প্রয়াত হয়েছেন তিনি।
সাধনা যাদব হলেন মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী, তাঁদের ছেলের নাম প্রতীক যাদব এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদব হলেন তাঁর পুত্রবধূ। মুলায়মের স্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।