হায়দরাবাদ, ৩ জুলাই ( হি. স.) : রবিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী বৈঠকের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা এবং দলের রাজনৈতিক প্রস্তাব থাকবে যা সর্বসম্মতভাবে পাস হবে বলে আশা করা হচ্ছে। বিজেপির শীর্ষ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের জন্য একটি রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেবেন। এই প্রস্তাবটি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সমর্থন করবেন।
সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী এবং উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোট (এনইডিএ) হিমন্ত বিশ্ব শর্মা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই রাজনৈতিক প্রস্তাবের নিয়ে কথা বলবেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও রাজ্যের নির্বাচনী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
বিজেপি সাম্প্রতিক সময়ে বিশেষ করে উত্তর প্রদেশ, গোয়া উত্তরাখণ্ড এবং মণিপুরের মতো রাজ্যে তার নির্বাচনী সাফল্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
তবে এদিনে বিজেপি জাতীয় কার্যনির্বাহী সভার সবচেয়ে বড় আকর্ষণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। তার বক্তৃতার সময়, প্রধানমন্ত্রী মোদী কীভাবে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলস্তরের সঙ্গে যুক্ত থাকতে হবে সে বিষয়ে পরামর্শ দিতে পারেন। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভার সমাপ্তির পরে প্রধানমন্ত্রী মোদী প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণও দেবেন।