ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। ইয়ং ব্লাড ক্লাব ফাইনালে পৌঁছুলো। হেরে বিদায় আইতরমা ক্লাব। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। প্রথম সেমিফাইনালে আজ, মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়ং ব্লাড ক্লাব ভিজেডি মেথডে ৮ উইকেটের ব্যবধানে আইতরমা ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। খেলা ছিল হকো তুইসা গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে বৃষ্টিতে ব্যাঘাত তৈরি হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ৩৫-এ স্থির করা হয়। ২৬.২ ওভারর খেলে আইতরমা ক্লাব চার উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। অতঃপর সময় গড়িয়ে গেলে ইয়ং ব্লাডকে ব্যাটিংয়ের নির্দেশ দেওয়া হয়, ১০ ওভারে ৭১ রানের টার্গেট দিয়ে। ইয়ং ব্লাড ক্লাব ৭.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। আইতরমা ক্লাবের পক্ষ ওপেনার সাজন ত্রিপুরার ৪২ রান, মনিলাল ত্রিপুরার ৪১ রান এবং সুরজিৎ ত্রিপুরার ৩৩ রান উল্লেখযোগ্য হলেও কার্যত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুরোটাই ভেস্তে যায় এবং ইয়ং ব্লাড ক্লাবের ওপেনার অমৃত দাসের ২৫ রান এবং সঞ্জয় মালাকারের ৩০ রান সংগ্রহ করার সুবাদে। বোলিংয়ে ইয়ং ব্লাড ক্লাবের অমৃত দাস ২৮ রানে ২ টি উইকেট পেয়েছিল। এছাড়া, সোহেল চাকমা একটি করে এবং আইতরমা ক্লাবের পক্ষে অশীভূষণ ত্রিপুরা, মনিলাল ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কল্পতরু ট্রাস্ট খেলবে বুলেট ক্লাবের বিরুদ্ধে।
2022-06-28