নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও অ্যাকটিভ কেস ঊর্ধ্বমুখী। বাড়ল মৃত্যুও। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১২,৭৮১ জন। রবিবার যা ছিল প্রায় ১২,৯০০। একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ৭৬,৭০০। যা আগের দিন ছিল ৭২ হাজারের সামান্য বেশি।
করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীর প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ। এবার চলছে বুস্টার ও প্রিকশন ডোজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬ কোটি ১৮ লক্ষের বেশি ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ২ লক্ষ ৮০ হাজারের বেশি।

