Chess : প্রাইজমানি রেটিং দাবা শুরু ২৪শে, দুশ্চিন্তায় কপালে ভাঁজ উদ্যোক্তাদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। দ্বিতীয় বর্ষ রেটিং দাবায় ব্যাপক সাড়া। ২৪ জুন থেকে শুরু হবে দ্বিতীয় বর্ষ মা মানিক স্মৃতি প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতা। চলবে ২৯ জুন পর্যন্ত। এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে হবে আসর। আপাতত দেশ এবং দেশের বাইরের প্রায় ২০৭ জন দাবাড়ু আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত ভিন রাজ্যের দাবাড়ু কতজন আসরে অংশ নিতে পারবে তা নিয়েই দুশ্চিন্তায় কপালে ভঁাজ উদ্যোক্তা পান্না আহমেদের। ক্রমাগত বৃষ্টিতে  ত্রিপুরার সঙ্গে পূর্বোত্তরের অন্য রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন কার্যত সড়কপথে। ওই সুযোগটা কাজে লাগিয়ে বিমানের ভাড়াও চড়াও করা হয়ে গেছে। ফলে অরুনাচল প্রদেশ, মনিপুর এবং অসমের দাবাড়ুরা শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কীনা তা নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। আসরের জনপ্রিয়তা বাড়াতে এবছর প্রাইজমানি বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে। মোট ২.‌২৫ প্রাইজমানি ঠিক করা হয়েছে। আসরের সেরা দাবাড়ু সুদৃশ্য ট্রফি সহ পাবেন ৩৩ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার। দেশের বিভিন্ন রাজ্যের পাশপাশি এবার আসরে অংশ নিচ্ছেন প্রতিবেশী দেশ বাংলাদেশের দুই জন দাবাড়ু। যা আসরের আকর্ষন আরও বাড়াবে বলা বাহুল্য। রাজ্যের প্রায় ১০৫ জন দাবাড়ু আসরে অংশ নিচ্ছে বলে খবর। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এক সাক্ষাৎকারে উদ্যোক্তা পান্না আহমেদ বলেন,”হাতে আর কয়েকদিন সময় আছে। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং ভিন রাজ্যের দাবাড়ুরা অংশ নেবে আসরে”।‌ ২১ জুন আসরে অংশ নেওয়ার শেষ দিন। ভিনরাজ্যের প্রতিভাবান দাবাড়ুদের সঙ্গে খেলে অনেক কিছু শেখার সুযোগ পাবে রাজ্যের দাবাড়ুরা। ফলে যে সকল দাবাড়ুরা এখনও আসরে অংশ নেয়নি তঁাদের অতিসত্তর এন্ট্রি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এন্ট্রি ফি ১৮০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *