S Jaishankar: শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সম্পূর্ণ সমর্থন করে ভারত : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সম্পূর্ণ সমর্থন করে ভারত। বললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। আশিয়ান-ভারত বিদেশমন্ত্রীদের দু’দিনের বিশেষ বৈঠক বৃহস্পতিবার নতুন দিল্লিতে শুরু হয়েছে। এই প্রথম ভারত এই বৈঠকের আয়োজন করেছে। দিল্লি সংলাপের দ্বাদশ সংস্করণেরও আয়োজন করা হবে। দিল্লি সংলাপের এবারের বিষয়বস্তু ‘ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেতুবন্ধন’।

এদিন সকালে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং অন্যান্য দেশের বিদেশমন্ত্রীর বিশেষ আসিয়ান-ভারত বিদেশ মন্ত্রীদের বৈঠকের জন্য একত্রিত হওয়ার সময় একটি গ্রুপ ছবি তোলেন। পরে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “আসিয়ান সর্বদা আঞ্চলিকতা, বহুপাক্ষিকতা ও বিশ্বায়নের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। ইন্দো-প্যাসিফিকের বিকশিত কৌশলগত ও অর্থনৈতিক স্থাপত্যের জন্য একটি ভিত্তি প্রদান করেছে আসিয়ান।” বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, “ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং বিশ্ব যে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে আসিয়ানের ভূমিকা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারত সম্পূর্ণরূপে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সমর্থন করে, যার কেন্দ্রীকতা ইন্দো-প্যাসিফিকের সম্পূর্ণরূপে স্বীকৃত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *