আগরতলা, ১৫ জুন : চাকরির দাবিতে পুনরায় আন্দোলনে নামল টিএসআর–এর নিয়োগ পরীক্ষার যোগ্য প্রার্থীরা। বুধবার বঞ্চিত প্রার্থীদের একাংশ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ তুলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে যান। কিন্তু পুলিশ তাদের ফায়ার সার্ভিস চৌমুহনীতে আটকে দিয়েছে। শেষ পর্যন্ত তারা ফায়ার সার্ভিস চৌমুহনীতেই বিক্ষোভ প্রদর্শন করেছেন।
পুলিশের সদর কার্যালয়ে যাওয়া ডেপুটেশন প্রদানকারীদের জানানো হয় তাদের দাবি সনদ পুলিশের হাতে তুলে দিতে। সেই দাবি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন তারা। সেই মোতাবেক দাবি সনদের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দিয়েছেন ডেপুটেশন প্রদানকারীরা।তাঁদের বক্তব্য, নিয়োগ সংক্রান্ত বিষয়ে গড়মিল রয়েছে। তাই সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন তারা। এদিন টি এস আর এবং আই আর বি দুটি ব্যাটেলিয়ানে একই সাথে নিয়োগের দাবি জানিয়েছেন বঞ্চিত প্রার্থীরা। পরে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। তবে দাবি পূরন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন যোগ্য প্রার্থীরা।