Covid19: দৈনিক-সংক্ৰমণ একটু কমে ৩,৯৬২; আরোগ্যের হার ৯৩.৭৩ শতাংশ, ভারতে একদিনে মৃত ২৬

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): আগের দিনের তুলনায় একটু কমলেও, ভারতে চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুও আগের দিনের তুলনায় বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে কমে ০.৮৯ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২২,৪১৬-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,২৩৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১১ লক্ষ ৬৭ হাজার ০৩৭ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৩,৯৬,৪৭,০৭১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৬৭৭ জন (১.২২ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,৬৯৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,২৫,৪৫৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *