Pm Modi: জি-২০ দেশের মধ্যে ভারত সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

লখনউ, ৩ জুন (হি.স.): জি-২০ দেশের মধ্যে ভারত সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উত্তর প্রদেশে বিনিয়োগকারীদের সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত ৮ বছরের শাসনকালের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত বিগত ৮ বছরে ”সংস্কার, সম্পাদন এবং রূপান্তর” মন্ত্রে এগিয়েছে।” শুক্রবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে উত্তর প্রদেশে বিনিয়োগ সম্মেলনের @ ৩.০ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা সম্প্রতি কেন্দ্রে শাসনের ৮ বছর পূর্ণ করেছি। এই বছরগুলিতে, আমরা সংস্কার, সম্পাদন, রূপান্তরের মন্ত্রে অগ্রসর হয়েছি; নীতির স্থিতিশীলতা, সমন্বয় এবং ব্যবসা করার সহজতার উপর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।” এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮০,০০০ কোটি টাকা ব্যয়ে ১৪০৬টি প্রকল্পের শিলান্যাস করেছেন। প্রকল্পগুলি কৃষি, তথ্যপ্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, এমএসএমই, উৎপাদন, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ওষুধ, পর্যটন, প্রতিরক্ষা, বিমান পরিবহণ, তাঁত এবং বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, “আজ এখানে ৮০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের চুক্তি করা হয়েছে। এই রেকর্ড বিনিয়োগ হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমি এজন্য উত্তর প্রদেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই, কারণ তাঁরাই এর থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমি বিশ্বাস করি উত্তর প্রদেশই একবিংশ শতাব্দীতে ভারতের বৃদ্ধির গল্পকে গতি দেবে। আগামী ১০ বছরে উত্তর প্রদেশ ভারতের জন্য একটি বড় চালিকা শক্তি হবে…।” প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে বিশ্ব ভারতের সম্ভাবনা দেখছে এবং ভারতের পারফরম্যান্সের প্রশংসা করছে। আমরা জি-২০ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি করছি। বিশ্বব্যাপী খুচরা সূচকে ভারত দুই নম্বরে রয়েছে।” মোদী আরও বলেছেন, “আমরা আমাদের সংস্কারের মাধ্যমে ভারতকে একটি দেশ হিসেবে শক্তিশালী করতে কাজ করেছি। ওয়ান নেশন-ওয়ান ট্যাক্স জিএসটি, ওয়ান নেশন-ওয়ান গ্রিড, ওয়ান নেশন-ওয়ান মোবিলিটি কার্ড, ওয়ান নেশন-ওয়ান রেশন কার্ড। এই সমস্ত প্রচেষ্টা আমাদের দৃঢ় এবং স্পষ্ট নীতির প্রতিফলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *