রাজকোট, ২৮ মে (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিগত ৮ বছরের শাসনকালে দরিদ্রদের সেবা, সুশাসন ও তাঁদের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুজরাটের রাজকোট থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবার ৮ বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং তাঁদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।” এদিন রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে রাজকোটেই একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “গুজরাট আমাকে যে মূল্যবোধ ও শিক্ষা দিয়েছে, সমাজের জন্য কীভাবে বাঁচতে হয় তা শিখিয়েছে, এজন্য মাতৃভূমির সেবায় কোনও খামতি রাখিনি আমি।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমাদের মা-বোনেদের জনধন ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা জমা পড়েছে। কৃষক ও শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা জমা পড়েছে। আমরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারেরও ব্যবস্থা করেছি, যাতে দরিদ্রদের রান্না করতে অসুবিধা না হয়।” প্রধানমন্ত্রীর কথায়, “সরকার যদি দরিদ্রদের হয়, সেই সরকার কীভাবে তাঁদের সেবা করে, তাঁদের ক্ষমতায়নের জন্য কাজ করে, গোটা দেশ তা দেখছে। ১০০ বছরের সবচেয়ে বড় সংকটের মধ্যেও দেশ ধারাবাহিকভাবে তা অনুভব করেছে। মহামারী শুরু হওয়ার পর গরিবদের সামনে খাবার-পানীয়ের সমস্যা দেখা দেয়, তাই আমরা দেশের শস্যভাণ্ডার খুলে দিয়েছিলাম।” প্রধানমন্ত্রী বলেছেন, “বাপু ও সর্দার প্যাটেলের স্বপ্নের ভারত তৈরি করেছি আমরা।”