শ্রীনগর, ২৩ মে (হি.স. ): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। লস্কর-ই-তৈবা (টিআরএফ) জঙ্গি সংগঠনের সদস্য এই দুই জঙ্গি। ধৃত জঙ্গিদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১৫টি পিস্তল, ৩০টি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড গুলি ও একটি সাইলেন্সার-সহ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এই দুই জঙ্গি গ্রেফতার হওয়াকে ‘বড় সাফল্য’ বলেছেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। মামলা দায়ের করেছে শ্রীনগর পুলিশ।
আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শ্রীনগরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই বাড়িটি। গ্রেফতার করা হয় দুই হাইব্রিড জঙ্গিকে। ১৫টি পিস্তল, ৩০টি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড গুলি ও একটি সাইলেন্সার-সহ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এটা বড় সাফল্য পুলিশের।